Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিসসমূহ হতে বিতরণ করা হচ্ছে। ***Source tax deduction certificate for financial year 2023-24 is being issued from all District Savings Offices & Special Bureaus***


সাম্প্রতিক কর্মকাণ্ড

সাম্প্রতিক কর্মকাণ্ড

সঞ্চয় সপ্তাহ-২০২২:

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয় বরিশালের আওতাধীন সকল সঞ্চয় অফিস/ব্যুরো সমূহে 22 মে হতে 28 মে 2022 খ্রিঃ তারিখ পর্যন্ত ‘সঞ্চয় অভিযান’-2022’’ উদযাপিত হয়।


 ক)   জেলা অফিসগুলোকে তাদের আওতাধীন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে; যেমন-উঠান বৈঠক, সরকারি/বেসরকারি সকল অফিসে লিফলেট, বুকলেট ও ফেসটুন বিতরণ; 

খ)    জেলা অফিস গুলো এর সুবিধাভোগী সকল প্রতিষ্ঠান/ব্যক্তিদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনের কার্যক্রম গ্রহণ;     

গ)   অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম, সঞ্চয় মোবাইল অ্যাপস, প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার ও সঞ্চয়ের উপকারিতা সম্পর্কে জনগণকে অবহিতকরণ;

ঘ)   অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান/অটিস্টিকদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত অন্য কোন প্রতিষ্ঠন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এ বিষয়ে ব্যাপক প্রচার চালানো;

     

            এ ছাড়া- প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া ও মোবাইল ফোনে সঞ্চয় উদ্বুদ্ধকরণ বার্তা প্রচার করা হয়। ‘‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’’ এ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে প্রধান কার্যালয়সহ সারাদেশে একযোগে পালিত হয়েছে সঞ্চয় সপ্তাহ-২০২২। সঞ্চয় সপ্তাহ-২০২২ চলাকালীন জেলার সকল গুরম্নত্বপূর্ণ স্থানে ব্যানার, পোষ্টার এর মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়।